চোখ সরোবর টলোমলো কপোল পদ্মবিল
তোমার হাসির সাথে কন্যা চাঁদের হাসির মিল।
চুলের ভেতর মেঘের বাড়ি রাতের অন্ধকার
কন্যা তোমার জন্য আমার খোলা হৃদয়দ্বার।
ইচ্ছে হলে আসতে পারো ভাসতে পারো সুখে
হাতটি ধরে হাঁটতে পারো স্বর্গ অভিমুখে।
সন্ধি হবে সুখের সাথে দুখের সাথে আড়ি
তোমার জন্য বরাদ্দ এই বুকের বাগান বাড়ি।
পুষ্পবিলাস শয্যা হবে দখিন দুয়ার ঘর
ভালোবাসায় কন্যা তোমার ভরাবো অন্তর।
ভুলে যাবে এই জীবনের সকল ব্যথার তিথি
হৃদয় জুড়ে থাকবে তুমি হয়ে নেফারতিতি।
২৫-০৭-২০২২