(একুশ শব্দের আবর্তনে অক্ষরবৃত্তে রচিত)

নারী
নয় সে অবলা নারী
যুগে যুগে পুরুষের সাথে
নারীও হয়েছে বিজয়ের ধ্বজাধারী।
নারী ভগ্নি
নারী কন্যা
নারী জায়া
জন্মদাত্রী আমারই।

নয় অবহেলা
নির্দয় পিছনে ঠেলা
পাশবিক নয়
মানবিক হয়ে
যদি পাশে রাখি
নমনীয় নারী
বিশ্ব শান্তির বারতা
ছড়াবে কিন্নরী কণ্ঠে ডাকি।

বিধাতা নারীকে তুলেছেন
মর্যাদার সর্বোচ্চ শিখরে
স্নেহময় কোমলাঙ্গী করে।
ভোরের শিশির
ফুলের সুবাস
জোছনালোকিত রাত
নারীর নিরাপত্তায়
নিয়োজিত হোক পুরুষের হাত।
০৮-০৩-২০২১
বিশ্ব নারী দিবসে সকল নরীর প্রতি শ্রদ্ধা এবং শুভ কামনা।