আজ না হয় না এলে, এসো কোনো এক বসন্তের
পুষ্পিত বিকেলে; বিগত দিনের অভিমান ভুলে
অধরে চুম্বন এঁকে হলুদ একটি গাঁদা গেঁথে দেবো চুলে।
এসো কিন্তু
যখন সাজবে পলাশের ডাল
শিমুলের শাখা হবে লাল
অপেক্ষায় থাকবো।
না এলেও ক্ষতি নেই; এ ভালোবাসায় যতি নেই
অপেক্ষার অগ্নিময় জ্বালা সয়ে কাটিয়ে দেবো অনন্তকাল।
০৩-০২-২০২০