পকেট ভর্তি থাকে যদি ডলার কিংবা রুবল
কেউ আর পায় না সাহস
পেছন থেকে মারতে সাপের ছোবল।

মুদ্রা ছাড়া জীবন অচল জানি
হাসপাতালের বেডে
মানুষ-যমে কেবল টানাটানি।

পরমাণু বোমার সংখ্যাক্রমে
শীর্ষে গেলে দেশ
শত্রু হলেও তারই সাথে ডিনার পার্টি জমে।

মুদ্রা জীবন, মুদ্রা মরণ, মুদ্রা হলে শেষ
ভোঁ কাট্টা ঘুরি
ভালোবাসা হাওয়ায় নিরুদ্দেশ।
২৭-০৫-২০২২