কোভিড সময়
কোলাহলহীন শহরের আনাচেকানাচে
লাশের মিছিল রাত্রে এবং দিনে
জীবনকে তাড়া করে ফিরে ভয়!
সুনন্দিতা- আমার প্রাণের সুনন্দিতা-
যন্ত্রণাদগ্ধ হৃদয় খুঁজে তোমার কাঁচা হলুদ-
রঙের শরীর; ডিকেএনওয়াই গোল্ডেন
ডিলিসিয়াস ফ্র্যাগন্যান্স চুলের খোপা
ক্লাইভ ক্রিশ্চিয়ান ইম্পেরিয়াল
ম্যাজিস্টি পারফিউম চিবুক ও
পলাশ রঙিন ঠোঁট- আর, আর খুঁজি
দুধসাদা কামিনীর খুশবু মথিত খোলা বুক।
কুয়াশাকাফনে ঢাকা মৃত্যুপুরী ভীষণ ভাবায়
কখন হারাই তোমার অনিন্দ্য সুন্দর কণকপ্রভা-
হাসি- সোনারঙ পায়ে পায়েলের শব্দ-
কোন দিন যায় থেমে! কখন নিরবে-
মুদে যায় টোপাজ চোখের পাতা;
পাথুরে নিদ্রায় নিমজ্জিত হই তুমি-আমি
বকসাদা কাফনের নিচে। বরফশীতল
মৃত্যুর কাছে মাধবী মোহন ইচ্ছারা
বড্ড অসহায়!
সুনন্দিতা-প্রাণের প্রিয়তমা আমার;
শেষবারের মতো আবার তুমি সাজো
প্রিয় সেই নববধূ সাজে
অথবা একলা ঘরে ঘুমাও শরীর-
এলিয়ে শাড়ির এলোমেলো ভাঁজে।
চ্যানেল গ্র্যান্ড এক্সট্রাইট হয়ে ছুঁয়ে যাই
বাতাসের হাতে। তারপর-তারপর চলে যাই
প্রতিশ্রুত সেই মৃত্যুহীন অনন্য জগতে।
০৭-০১-২০২১