৩৬
ভালো আছি বলে আত্মপ্রবঞ্চনা, মুখে মেকি হাসির রেখা
নিঃসঙ্গতা কারো কেউ দেখি না , ভেতরে ভেতরে সবাই একা।
৩৭
চোখ থেকে গুম হয়ে যায় ঘুম প্রতিরাতে, তবুও ঘুমের ভান
কেউ দেখে না ভেতরে জ্বলা, বেদনার শিখা অনির্বান।
৩৮
কারো কারো আছে কথার প্রাচুর্য সততায় দেউলিয়া
অনামিকা তোমার বিবেকেও কি হয়েছে হিমোগ্লোবিনিউরিয়া?
৩৯
ঝরাপাতা জীবনে অননুবাদ আক্ষেপ থাকুক কিছু জমা
সবাই বোঝে না মানুষের জীবনের জটিল এ তরজমা।
৪০
গোখরা সাপের বিষ খেয়েছি, দেখাও বিষের ভয়?
বৈরী সময় শেষেই হবে, নিশ্চিত মিথ্যের পরাজয়।
৪১
সম্পর্কের সুতা অলৌকিক সাপ হলে বাড়ে কাটাকাটি
সত্যাদর্শীর ভরসা হয়ে আসে মুসার হাতের লাঠি।
৪২
তৃষিত হরিণ যায় না কখনো সে ঘাটের জলে;
যে ঘাটের চারিপাশে দিনরাত হিংস্রতার রাজত্ব চলে।
৪৩
তবুও তৃষ্ণায় তোমারই ঘাটে জল খেতে আমি আসি;
দিনশেষে মাপি তোমারই ঠোঁটে লেগে থাকা বাঁকা হাসি।
৪৪
পথে গজানো ঘাস মাড়ায় সকলেই, দেয় না যেমন অভিশাপ;
লিখে রাখি আমিও, যেমন পথ লিখে রাখে, সকল পায়ের মাপ।
১৭-০৭-২০২২
৪৫
হৃদয় যখন কাটাকুটি করে অবিশ্বাসের বিষাক্ত চাকু;
সন্দেহবাতিক বন্ধুকেও বানায় ভয়ংকর হার্মাদ ডাকু।
৪৬
স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে যতই নেয়া হোক মিথ্যার আশ্রয়;
সত্যের আগুন থাকবে না চাপা একদিন জাগবে নিশ্চয়।
৪৭
কথার ছুরিতে কাটতে জানো, জানো না জীবনের মানে;
বৈরি পরিবেশ রুখে, তেলাপোকাও কিন্তু টিকে থাকতে জানে।
৪৮
অন্ধেরও থাকে সুতীব্র বিবেক, ভালোমন্দ বিচারের বোধ;
স্বার্থান্ধরা যায় ভুলে, কতটা চরম প্রকৃতির প্রতিশোধ।
৪৯
মাকড়শা মেলেছে জটিল জাল ধরা পড়বেই নীল মাছি;
প্রেতাত্মা তাড়াতে ধুপধোঁয়া হাতে আমিও প্রস্তুত আছি।
১৮-০৭-২০২২