১৯
নীলাকাশ নেমে আসে ভরপুর পুকুরের জলে;
রোদ্দুর হেসে বলে আমিও তোমাদের দলে।

২০
নির্জন প্রান্তরে জলে ও ফসলে মাখামাখি;
গ্রামগুলো আজ যেন অসহায় ডানাভাঙা পাখি!

২১
সজীবতা উবে গেছে মরে গেছে বাঁচিবার সাধ;
গাছেদের গোড়া কাটে প্রতিদিন কালের জল্লাদ!

২২
এইখানে আজো আসি, এইখানে কোনোকালে ছিলো বাড়ি;
এইখানে দিয়েছে ছোবল সভ্যতার বেসামাল মহামারি!

২৩
তবুও আকাশ মাঝে মাঝে এইখানে জলাশয়ে নামে;
স্মৃতিগুলো সমারোহে ভরে রাখি সবুজ পাতার খামে।
১৫-০৭-২০২২