১৩
অনামিকা... অনামিকা... বলে ডাকি নিঃসঙ্গ প্রহরে;
তুমি ছাড়া কে আর দেবে সাড়া, মৃতদের শহরে?
১৪
এই শহরে সবাই মৃত, সবার স্নায়ুতে বটের ঝুলের জট;
ভোজ্য তেলের মতোন, মানবিক বোধের চাহিদা এখানে প্রকট!
১৫
ভোগ্য পণ্যের সংকট বাড়ে প্রতিদিন প্রতিযোগিতার খেলায়;
করোনায় যত মরে, তার বেশি মরে দায়িত্বশীলের হেলায়!
১৬
এখানে আলোর ভীষণ অভাব, সূর্যের সমুখে মেঘ জমে রোজ;
এখানে স্বপ্নরা কেন মরে যায় কেউই রাখে না খোঁজ।
১৭
শ্রমবেচা মানুষেরা পথে নেমে এলেই সংলাপ চলে ধীরে ধীরে
দেখে না কেউই শকুনের দল অন্ধকারে, হাড় মাংস খায় ছিঁড়ে।
১৮
জনতা এখন অসহায় ভীষন 'উল্টো কাছিম' এইটুকু মনে রাখো;
বিপদসংকুল শহরে অনামিকা তুমি, অগ্নিশর হয়ে জেগে থাকো।
অনামিকা... অনামিকা... বলে ডাকি নিঃসঙ্গ প্রহরে;
তুমি ছাড়া কে আর দেবে সাড়া, মৃতদের শহরে?
১৫-০৭-২০২২