পরাক্রমী সময়ের দাঁতালো করাত;
ফালিফালি করে স্বপ্ন এবং স্বপ্ন দেখার রাত।


হিসাবের দিন চলেই তো গেলো, মাটির গন্ধ পেলাম কই;
এসো নিবিড় আলিঙ্গনে, একটু এলোমেলো হই।


এসো ভেঙে দেখি ভেতরের দ্যুতিময় মোতিরাঙা রূপ;
প্রেমাস্পদ স্পর্শে ভেতরের কান্নারা যদি হয় চুপ।

১০
ফুল পাখি রোদ তুমি ঘাসেদের বুকে শিশিরের হাসি
উড়ে যাওয়া মেঘ তুমি তোমাকেই শুধু ভালোবাসি।

১১
তুলোর মতোন মেঘ হয়ে এসো, তুলির টানে দিই করে কালো;
অনামিকা তুমি আকাশ হয়ে এই বুকে বৃষ্টির ফুল ঢালো।

১২
এসো বুক ও চিবুকে চুম্বন এঁকে, বেদনার ঢেউ দিই রুখে;
ওষ্ঠের পরশে জেগে ওঠুক শরীরভূমি, নিঃশ্বাস নেবো দোঁহে সুখে।
১৫-০৭-২০২২