৩০
জানো অনামিকা, তোমাকে একটি দিন না হলে আঙুলে ছোঁয়া;
মনে হয় জীবন থেকে কী জানি অমূল্য সম্পদ গেছে খোয়া।
৩১
তেরোশতকোটি বছরের আলো তোমার সিঁথিতে নিশ্চুপ
তার ছবি এঁকে রাখে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
৩২
কতশত কথা ও কবিতা তোমাকে পাঠাই আকাশের নীল খামে;
একটি বিকেল না হলে দেখা দুচোখে কাককালো সন্ধ্যা নামে।
৩৩
তোমার চুলের নিশিগন্ধা ঘ্রাণে বাতাসও তুমুল মাতাল হয়;
আমি তো মানুষ এখনো যৌবনে ধরেনি জটিল ক্ষয়।
৩৪
তোমাকে খুঁজি বিছানা বালিশে, ফসল তোলার গানে;
বিমর্ষ বদনে বসে থাকি চুপ তোমাকে না পেলে কোনোখানে।
৩৫
ধীরে ধীরে ম্লান হয়ে আসে শেষ বিকেলের সোনালি আলো;
অনামিকা তুমি ওষ্ঠ পরশে আঁধার বিনাশী রক্তে আগুন জ্বালো।
১৭-০৭-২০২২