মানুষের ঐশ্বর্যের অহংকারও তার অসহ্য বোঝা হয়;
যখন বরফের মতোন গলে গলে জল হয় সুবর্ণ সময়।


কিছুটা পিছিয়ে যাওয়া সবসময়
ব্যর্থতা নয়-কৌশল;
লাথি দেয়ার আগে কয়েক স্টেপ-
পিছনে গেলে গতির ব্যাকরণে
জাল খুঁজে পায় ফুটবল।


সব দেয়ালও বিভেদের নয়;
বাধাগুলো অতিক্রমের সাহস যদি থাকে
আস্থার দেয়ালে পিঠ ঠেকানো মঙ্গলময়।


সব কান্নাই কষ্টের নয়;
আবেগের নদী উপচালেও চোখের পাতা ভিজে
বৃষ্টি হলেই আকাশ পরিষ্কার হয়।


যায় না বলা সন্ধির সারগাম সকল মুখরতাকে
রিকশার হুড তুলে গায়ে গায়ে ঘেঁষে একটি বিকেল
কাটানোর মাঝেও অনেক দূরত্বের গল্প থাকে।


ভালোবাসা গ্যাসভরা এক রঙিন বেলুন
প্রীতির সুতায় বাঁধা থেকে ওড়ে
আবার কথার আলপিনে হয়ে যায় খুন।
১০-০৭-২০২২