২৪
অধিকার সব কেড়ে নিতে চায়, হিংস্র হায়েনার দল;
বোধের শিরায় হেঁটে যায় শুধু, ব্যথাদের কোলাহল।

২৫
জীবন এখন খুব এলোমেলো, সুতা কাটা এক ঘুড়ি;
গোপনে গোপনে স্বপ্নের অঙ্কুুর, কাটছে দ্বিধার ছুরি।

২৬
আকাশেও নেই পেঁজাতুলো মেঘ, ভিজাবে বুকের মাটি;
হতাশার সাজঘর গড়েছে এখানে ভীত, সুনিপুণ পরিপাটি।

২৭
রাত গাঢ় হলে লুট হয় ঘুম, দুইচোখে জলডুবি খেলা;
অপ্রেমের কাটাকুটি সয়, সয় না তো আর অবহেলা।

২৮
এখানে স্বার্থের প্রয়োজনে, শিয়াল- কুক্কুটে সন্ধি চলে;
অনামিকা- তুমিও কি গেছো, ওইসব হায়েনার দলে?

২৯
সব গেছে যাক, শূন্যতার মাঝে প্রেমের পূর্ণতা খুঁজি;
মনে রেখো অনামিকা, বিশ্বাসই ভালোবাসার উত্তম পুঁজি।
১৬-০৭-২০২২