উষর মরুর ধূসর প্রান্তরে জন্মেছিলো যে তরু খোদার-
মহিমায়। পাপাগ্নির পৃথিবীতে হয়েছিলো রহমতের নিগুঢ় ছায়া;
হানাহানি কাটাকাটি রক্তপাতে অতিষ্ঠ মানুষ যে বৃক্ষের-
নিবিড় আশ্রয়ে পেয়েছিলো প্রশান্তির পরিমল পরিবেশ;
পেয়ছিলো অজ্ঞানতার গভীর অন্ধকার থেকে আলোকের-
অভিমুখে যাত্রার সন্ধান; শান্তির অমীয় সুধাপানে হয়েছিলো-
পরিতৃপ্ত, মহান প্রভুর প্রতিশ্রুত পৃথিবী নামক পরীক্ষার -
অচিন আবাসে। ভুলের অতল গহবর হতে যে ফুলের-
মন্ত্রমুগ্ধ সুবাসে বিভোর হতো, পতঙ্গের মতো সত্যের সন্ধানে-
ধাবিত হতো হেরার যে জ্যোতিতে, সে আলোক উৎসারি-
মহান মরু বৃক্ষের নাম মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি
আসসাল্লাম। বিশ্ববাসীর রহমত, খোদার হাবীব,
রৌদ্রঝলসিত মানব আত্মার মহৌষধ, মহান মুক্তির দূত,
দুজাহানের কাণ্ডারি, সালাম- আপনাকে সালাম।
২০-১০-২০২১