প্রতিরাতে আহ্লাদে তোমাকে কাছে পাওয়ার
অসহ্য অপেক্ষাদের অতিযত্নে তুলে রাখি
বুকের দেরাজে, হৃদয়ের ভাঁজে, সুললিত
ভাবনার স্বপ্নতরঙ্গের সুসজ্জিত কারুকাজে।
জানি, একদিন এসকল অপেক্ষার অধিরতা
মরে যাবে অপ্রাপ্তির হাহাকারে ছটফট করে-
রক্তশূন্যতার মতো প্রেমজল শূন্যতায়
ভোগবে এ মন। চিরতরে শেষ হবে দুঃখের দহন।
১০-০১-২০২২