২১
সেজদাতে নত হই শতবার
.....................................
রাত শেষে
ভোর আসে
ভাঙে ঘুম
পাখিদের কলগানে
আযানের
সুরে ডাকে
এসো এসো
কল্যাণের দিক পানে।
সেজদাতে
নত হয়ে
শতবার
বলি প্রভু দয়াময়
জগতের
নেকি পাপি
মানুষেরা
যেন ওগো সুখে রয়।
পৃথিবীতে
এসেছে যে
মহামারী
করোনার অভিশাপ
তুমি ছাড়া
কেহ নাই
তুমি রব
আমাদের করো মাফ।
ঝিরিঝিরি
বাতাসের
সাথে দাও
করুণার বারিধারা
পাপী আমি
গোনাহের
বোঝা নিয়ে
ডাকি আমি দাও সাড়া।
দূর করে
দাও প্রভু
জীবনের
ঘনঘোর অমানিশা
নেক কাজে
মতি দাও
ক্ষতিহীন
সুপথের দাও দিশা।
দুনিয়াতে
দাও ঢেলে
হাত খুলে
অবারিত নেয়ামত
বিচারের
দায় থেকে
দিও ছাড়
এলে রোজ কেয়ামত।
০৫-০৯-২০২০