চাই চাই খাই খাই

হিংসারই
বিষানলে
পুড়ে মরে
খবিশের খাস চেলা
অতিমারী
অভিশাপ
বোঝে না তা
বিধাতার লীলাখেলা!

অতিলোভে
তাঁতি নষ্ট
এ কথাটি
সকলের আছে জানা
ক্ষুদ্র স্বার্থে
হারা হুশ
অমানুষ
হয়ে যায় দিনকানা!

শুধু চাই
খাই খাই
কিছুতেই
পেট তাদের ভরে না
কেড়ে খেতে
অপরের
জানমাল
মরণকেও ডরে না!

বিদ্বেষের
বিষফোঁড়া
কেটে ফেলে
হৃদয়টা করি সাফ
সমাজের
থরে থরে
এসো করি
প্রতিষ্ঠিত ইনসাফ!
০২-০৯-২০২০