ভয়ে কাঁপি

..............
আশা আছে
ভাষা নাই
সুর ছাড়া
জীবনের গান গাই
গতি নাই
থইথই
বেদনার
পারাবারে ভাসি তাই!

মানবতা
পায়ে দলে
দলে দলে
শকুনেরা উড়ে যায়
সবলের
হরিহাতে
দুর্বলের
সবকিছু কেড়ে খায়!

প্রতিবাদী
হতে গেলে
নিচে ফেলে
বুকে মারে রামচাকু
সইতেও
পারি না যে
কইতেও
মন করে আকুপাকু!

হিসহিসে
বিষধর
আশীবিষে
পাই না তো এত ডর
হিংস্রতর
অমানুষ
অসুরের
ভয়ে কাঁপি থরোথর!
৩১-০৮-২০২০