আর নয় ছুরি খেলা
............................

সমাজের
রন্ধ্রে রন্ধ্রে
আজো দেখি
এজিদের খাস চেলা
তাগুতের
পায়ে দেয়
অকাতরে
তোষামুদি তেল মেলা!

দীনদার
লেবাসের
ছায়াতলে
ধোকা দেয় বেইমান
হায়া লাজ-
হীন তারা
মানুষের
কাছে কোনো নেই মান!

‘এজিদের
হরিহর
আত্মাদের’
দেখে কাঁপে ভয়ে বুক
মর্সিয়ার
ডামাডোলে
ভুলে যাই
হোসেনের লাল শোক।

আর নয়
মর্সিয়ার
ছুরি খেলা
জাগো জাগো জাগো বোধ
জালিমের
তখতের
অবসানে
গড়ে তুলো প্রতিরোধ।
৩১-০৮-২০২০