অনুদার লোকেদের কারণেই
........................................

মানুষের
সেবা দিতে
নিয়োজিত
থাকে যারা হরদম
ইবাদতে
মালাইকা
হতে তারা
মর্যাদায় কিসে কম!

অনাহারী
অনাথের
ভাবনায়
হয় যারা বিচলিত
অভাবের
অভিঘাতে
তারা হয়
খুব বেশি বিদলিত!

ধন আছে
মন নাই
এরকম
মানুষেরা থাকে চুপ
অনুদার
লোকেদের
কারণেই
সমাজের হীন রূপ!

ধনীদের
দুটি হাত
দরিদ্রের
দিকে হলে প্রসারিত
ভিক্ষাবৃত্তি
হতো জানি
দেশ থেকে
চিরতরে বিতাড়িত!
৩১-০৮-২০২০