ট্রায়োলেট

চোখে মেখে রূপ তোর হয়েছি উদাস
মনোমাঠে বেজে ওঠে রাখালিয়া বাঁশি
হৃদকুঠুরিতে আসে বকুল সুবাস
চোখে মেখে রূপ তোর হয়েছি উদাস
মুখ তোর ও আঁচলে যতই লুকাস
ঝড় তোলে এ হৃদয়ে মৃন্ময়ী হাসি
চোখে মেখে রূপ তোর হয়েছি উদাস
মনোমাঠে বেজে ওঠে রাখালিয়া বাঁশি।
২৩-১২-২০২১