প্রমত্ত পদ্মার বুকে ভাসতে ভাসতে যখন আমোদে
বলেছিলে, "এই বিশাল জলরাশির থেকে অধিক তোমায়
ভালোবাসি।" তখন উত্তাল ঢেউয়ের আঘাতে লাফিয়ে-
ওঠা স্পিডবোটের মতন আনন্দে লাফিয়ে-
ওঠেছিলো আমার হৃদয়। ধলেশ্বরীর বুকের
আঙিনায় বসে থাকা সজীব কচুরিপানার নীলাভ
ফুল হেমন্তের হাওয়ায় শিহরিত হওয়ার মতন আমিও-
লজ্জাকে মজ্জার ভেতর থেকে আলাদা করে
বুড়িগঙ্গা আর ধোলাই খালের ঘোলা জলে বিসর্জন দিয়ে
শিহরিত হয়ে দুই বাহু বাড়িয়ে বলেছি, এই নাও-
আলিঙ্গন করো মৃত্যুর যন্ত্রণা; জিংজিয়ানের চিকেন
স্যুপের মতন পান করো বেদনার স্যুপ পরিপূর্ণ পরিতৃপ্ততায়
অধরের পেয়ালায়। পান করো যতবার ইচ্ছা, ঠিক ততবার
কেননা এ ভালোবাসার মতন মোহনীয় মৃত্যু কিছুতেই নেই আর!
২৫-১১-২০২১