কতদিন হাঁটি না ওই শিশির ভেজা পথে
কতদিন রাখি না মাথা মাধুরি মাধবীর বুকে
কতদিন পাই না ঘ্রাণ কবরীর খোঁপায়
আমার এ বুকে মরুঝড় কে রাখে খবর
মধ্যরাতে অনিদ্র কোকিল কেঁদে কেঁদে ডাকে!

মন এক ছটফট পিদিমের পাশে ঘোরা পোকা
খিরকির কপাটে বাতাসের ঝপাৎ টোকা
খুলে দেখি ওই দূরে আকাশে তারার ভীড়ে
ইশারায় বলে মা, আয় বুকে- আয়রে খোকা!
০৬-০৫-২০২০