চুল যেন তার চোখের কাজল, মুখ যেন তার পূর্ণকলা চাঁদ
দখিন হাওয়া খুললো দুয়ার রাই কিশোরীর মন মানে না বাধ।
বনে এবং মনে আগুন অলির সুরে কলির ভাঙে লাজ
অঙ্গ জুড়ে রঙের মেলা বলছে ডেকে বসন্ত যে আজ।
আমের মকুল চোখের দুকূল বুকের ভেতর কাঁপন তোলা সাজ
মন বিনিময় ক্ষণ এসেছে খুলছে পেখম শিখি, গিরিবাজ।
রাই কিশোরীর নাই চোখে ঘুম, ঝুমকা, পায়েল বাজে ঝুমঝুম বাজে
ফাগুন ডাকে কমল কপোল লাল হয়েছে গোপন সুখের লাজে।
১৩-০২-২০২১