মন বেঁধেছি চড়ুই ডানায় কবে
করছি জড়ো ঠোঁটে চুমুর খড়
এক হৃদয়ের ঘুলঘুলিতে বাসা
আপন মনে বুনছি নিরন্তর।

মেঘের মিনার ভাংছে পূবাল হাওয়া
সর্বনাশের বৃষ্টি আমার চোখে
জোছনা আসা বারন ঘরে তাই
খেজুর পাতার নেকাব চাঁদের মুখে।

আমার সাথে একটি বিকেল তার
শুধুই নাকি কালের অপচয়
চোখের জলের স্রোতের এতই বেগ
অন্তর কাঁপায় ঘর ভাসানোর ভয়।

বুকের প্রস্থে কত ক্ষত জমা
আমিই জানি আর জানে না কেউ
হৃদয়ের তীর ভাংছে অহর্নিশ
উপেক্ষার এই নীল বেদনার ঢেউ।
০৩-০৫-২০২৩