দাঁড়াবেই বাংলাদেশ
২৯
চারিদিকে
অন্ধকার
হাহাকার
কর্মহীন মানুষের
শ্রমিকের
শূন্য হাড়ি
শব্দ করে
গমগম দানুশের!

কৃষকের
ধানক্ষেত
গিলে খায়
উজানের ঘোলা জল
শরতের
আকাশের
মেঘগুলো
চোখে করে কোলাহল!

কালকূট
মহাজন
অভাবীর
দ্বারে এসে মারে হাঁক
ঋণভারে
মাথানত
হা-অন্নের
পিঠে ঠোঁকে দাঁড়কাক!

সর্বগ্রাসী
দরিদ্রতা
পড়ে থাকে
কার্তিকের খালি মাঠে
অভাবের
অগণন
অত্যাচার
মগজের কোষে হাঁটে!

তিলেতিলে
গড়ে তোলা
স্বপ্নসৌধ
ভেঙে হয় খানখান
কোভিডের
চেয়ে বেশি
অপমৃত্যু
আতংকিত করে প্রাণ!

আকাশের
দিকে চেয়ে
তারাদের
মরে যেতে দেখি আর-
পত্রহীন
গাছেদের
মরে গিয়ে
বেঁচে যেতে দেখি তার!

প্রকৃতির
বাঁচা-মরা
খেলা দেখে
শক্তি পাই দাঁড়াবার
মারি আর
মড়কের
থাবা আসে
আসবেই বার বার।

পৃথিবীর
সব ভয়
সব বাধা
একদিন হবে শেষ
আমাদের
সন্তানের
হাত ধরে
দাঁড়াবেই বাংলাদেশ।
১৯-০৯-২০২০