মায়াজালে বাঁধা পড়ে
..............................
১৪
অনেকের
নিরন্তর
ভালোবাসা
দোলা দেয় এ অন্তরে
ভাবে মজে
তবু কবি
নিশিরাতে
ধুকে ধুকে জ্বলে মরে!
দেখে না তো
কেউ কারো
হৃদয়ের
লুকায়িত হাহাকার
বাহিরটা
দেখে শুধু
ভিতরটা
বেদনার পারাবার!
নিকটের
মানুষেরা
কলিজাটা
ছিঁড়ে খায় বার বার
মায়াজালে
বাঁধা পড়ে
নিরুপায়
এ জীবন ছারখার!
৩০-০৮-২০২০