অভাবের লিটমাসে
১৯
এ শহরে
অভাবেরা
দলে দলে
হানাদেয় অকাতরে
অর্থভাবে
বাজারের
ব্যাগখানি
নয়নের জলে ভরে!

চাহিদার
তাড়ণায়
ভালোবাসা
ছেড়ে যায় কুঁড়েঘর
অভাবের
লিটমাসে
বুঝে গেছি
কে আপন, কে বা পর!
০২-০৯-২০২০