৩২
ভালোবাসা মরে নাই
............................
যৌবনের
ফুলবনে
আনমনে
আসে কত প্রজাপতি
খায়দায়
গান গায়
পাখনায়
মাখে রঙ মজামতি!
ফুলগুলি
মরে গেলে
ডানা মেলে
চলে যায় বহুদূর
বিরহের
পোড়া চোখে
নেমে আসে
অন্ধকার ঘনঘোর!
সুসময়ে
সকলেই
কাছে থাকে
অসময়ে ছেড়ে যায়
বেদনার
হিমহৃদে
ডুবে মন
নিদারুণ খাবি খায়!
উষ্ণতার
প্রয়োজনে
জনেজনে
যত খুঁজি চারু বুক
হুতাশনে
ঘৃত ঢেলে
গমগমে
চুলাতেও দেয় ফুঁক!
যে আমারে
পিষে মারে
বারে বারে
করে যত ভুলচুক
সে আমার
সুনন্দিতা
মধুমিতা
তার চোখে রাখি চোখ।
নয়নের
জলে ভিজে
নিজে নিজে
আগুনের শিখা খাই
মরে গেছে
অনুরাগ
মধুবাগ
ভালোবাসা মরে নাই!
২২-০৯-২০২০