ভাবনার ছাদে রোজ
৩৬
ভাবনার
ছাদে তুমি
রোজ এসে
করে যাও পায়চারি
হৃদয়ের
বাগানের
ডালে ডালে
সুখে করো ওড়াউড়ি!
পেতে রাখি
দুই হাত
দিনরাত
যদি আসো এই বুকে
মেঘছেনে
রামধনু
রঙ এনে
মেখে দেবো বিধুমুখে!
আকাশের
তারা এনে
গেঁথে দেবো
সুদর্শন বাঁশিনাকে
দেবো দোল
জবাফুল
ভালোবাসা
হৃদয়ের বাঁকে বাঁকে!
কীর্তিনাশা
ভালোবাসা
নদী এসে
ঢেউ তুলে এই মনে
বকুলের
সুধা লয়ে
আশালয়ে
এসো তুমি সঙ্গোপনে।
লুকোচুরি
খেলা আর
খেলো নাকো
আমি খুব তৃষাতুর
দাও ধরা
অনুপমা
হৃদে জমা
খরা তুমি করো দূর।
তাড়াতাড়ি
সুখবারী
চুম্বনের
রিমঝিম তুলো সুর
খরতাপে
কাঠফাটা
মনোহ্রদ
হয়ে যাক ভরপুর।
০৩-১০-২০২০