রাধার অনুরাগ
...................
চুল উড়ে
সমীরণে
উদাসীনি
মন করে আনচান
রাই কেঁদে
মরে হায়
লুকিয়েছো
কোথা তুমি কালাচান!
বাঁশরীর
সুরে মজে
ভালোবেসে
আজ আমি কূলহারা
তুমিহীন
বাঁচা বৃথা
যমুনার
জলে ডুবে যাবো মারা!
মরণেরে
বরণিয়া
মুছে নেবো
কলংকের কালো দাগ
পৃথিবীর
ইতিহাসে
লিখা রবে
রাধার এ অনুরাগ!
০৬-০৯-২০২০