অক্ষরবৃত্তের এলায়িত উচ্চারণে ৪-৪-৪-৮/৪-৪-৪-৮’র অক্ষর বিন্যাস ও এর প্রবাহ দ্বারা ছড়ার একটি নতুন কাঠামো সৃষ্টির নিরীক্ষামূলক প্রয়াসে ছান্দসিক কবিগণকে স্বাগত। উল্লিখিত বিন্যাসে চতুর্থ এবং অষ্টম পদে অন্তমিল আবশ্যিক। অন্যপদে আবশ্যিক নয়। চার এবং আট’র সম্বন্ধের কারণে প্রথমে এই ধারাটির নাম চারাটি দিয়ে শুরু করেছিলাম ফেসবুকে। আমার ছড়া ষড়াক্ষরার সাথে মিল রেখে এখন থেকে “মজাক্ষরা” নামে অভিহিত করছি। ছড়ার এই নতুন কাঠামোটির উৎকর্ষ সাধনে ছান্দসিক কবিগণের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
৪
ভিতরটা
জ্বলে যায়
দেখে দেখে
সমাজের বদখত
মুখ বুজে
আর কত
সয়ে যাবো
বলুননা সভাসদ?
২৭-০৮-২০২০