অক্ষরবৃত্তের এলায়িত উচ্চারণে ৪-৪-৪-৮/৪-৪-৪-৮’র অক্ষর বিন্যাস ও এর প্রবাহ দ্বারা ছড়ার একটি নতুন কাঠামো সৃষ্টির নিরীক্ষামূলক প্রয়াসে ছান্দসিক কবিগণকে স্বাগত। উল্লিখিত বিন্যাসে চতুর্থ এবং অষ্টম পদে অন্তমিল আবশ্যিক। অন্যপদে আবশ্যিক নয়। চার এবং আট’র সম্বন্ধের কারণে প্রথমে এই ধারাটির নাম চারাটি দিয়ে শুরু করেছিলাম ফেসবুকে। আমার ছড়া ষড়াক্ষরার সাথে মিল রেখে এখন থেকে “মজাক্ষরা” নামে অভিহিত করছি। ছড়ার এই নতুন কাঠামোটির উৎকর্ষ সাধনে ছান্দসিক কবিগণের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
৩
আমি লিখি
কবিতায়
মাঝে মাঝে
সমাজের অসঙ্গতি
স্বার্থান্বেষী
মহলের
কারো কারো
হতে পারে বেশি ক্ষতি
খসখস
চুলকানি
বাড়ে যদি
আমারই লেখা পড়ে
কাটানটে
ঝোপে এসে
দেহখানি
ঘষে নিন দয়া করে!
২৭-০৮-২০২০