তুমি যদি
কাছে এসে
ভালোবেসে
হাতে রাখো হাতখানি
ডগমগ
আনন্দের
আতিশয্যে
চোখ ভরে আসে পানি!
২৭-০৮-২০২০