সময়ের উপহাসে
৩৮
হেরে যাই
মার খাই
বার বার
সময়ের উপহাসে
নোনা জল
কলকল
বয়ে যায়
বেদনায় বুক ভাসে!
মাঝে মাঝে
অনুভবে
টের পাই
নাড়ি ধরে কেহ টানে
ভাসমান
জনস্রোতে
ছুটি তাই
শিকড়ের আহবানে!
ভিতরের
জমা ক্ষত
কতশত
জানে না তো আর কেউ
উদধির
বুকে যেন
তীরগামী
বহমান নোনা ঢেউ!
যৌবনের
মৌবনের
ছায়াতলে
আসেনি তো ভালোবাসা
বাঁধেনি তো
কেউ ঘর
মনোহর
রমণীর উমে ঠাসা!
ভনভন
লাটিমের
মতো ঘুরে
কাটিয়েছি কতোকাল
দেখিয়াছি
মশা-মাছি
গরিবের
লহু টেনে হতে লাল!
এদেশের
বুকে বসে
খায় চুষে
মানুষের পেশি-হাড়
আঁধারের
ড্রাকুলারা
দিনে সাজে
মানুষের অবতার!
জীবনের
মায়া ভুলে
দিই খুলে
মুখোশের মুখগুলি
তীর ছুঁড়ে
তুড়ি মেরে
অপ্রাপ্তির
যন্ত্রণার ব্যথা ভুলি।
০৫-১০-২০২০