ধুলিজমা চিত্তবীণা
৩৪
ভালোবেসে
কাছে এসে
যেই হাত
রেখেছিলে এই হাতে
সেই হাত
মধুরাত
আজো খুঁজি
খুঁজি তারে অশ্রুপাতে!

বেদনার
রজনীর
অন্ধকার
ছিলো না তো খুব ভার
অশোকের
তলে বসা
নিয়নের
আলো ছিলো চারিধার!

সেই কবে
একা ফেলে
গেলে চলে
অকারণ অভিমানে
ফিরিলে না
নীড়ে আর
হৃদভার
ব্যথাতুর আহবানে!

ক্ষণতরে
প্রাণ ভরে
ডাকিলে না
ভালোবেসে দেয়া নাম
কাটে না তো
পেঁচা চোখ
ভয়াতুর
আঁধারের নিশি যাম!

ব্যথা ভরা
কথাদের
দাপাদাপি
দেখে যাও হৃদাবাসে
ক্ষণে ক্ষণে
ভেসে ওঠা
মুখছবি
নয়নের ক্যানভাসে!

জানি আমি
জানি ওগো
সুখে নেই
তুমি আজ আমিহীনা
ধরো হাত
দোঁহে মিলে
বাজাবো এ
ধুলিজমা চিত্তবীণা!
২৬-০৯-২০২০