আর কত - আর কত
৩৯
এদেশের
পলিমাটি
রক্তাপ্লুত
কেন হয় বার বার
কেন আজো
এদেশের
রমণীর
রক্ত খায় জানোয়ার?

কেন আজো
বাতাসের
কানে ভাসে
ধর্ষিতার হাহাকার
কেন হয়
কাঁচামাটি
গোরস্তান
মৃত মানবিকতার?

কতদিন
বয়ে যাবে
দেশমাতা
জরায়ুর ছেঁড়া ক্ষত
মুখ বুজে
নিপীড়ন
সয়ে যাবে
আর কত - আর কত?
৬-১০-২০২০