বিবেকের পচা লাশ
২৪
সমাজের
চারিদিকে
হীন এক
দানবের বসবাস
অপরের
ভালোকিছু
সয় না সে
রোষানলে করে গ্রাস!

একে ধরা
ওকে মারা
বেরহম
কাড়াকাড়ি ক্ষমতার
মানবতা-
মনুষ্যত্ব -
প্রীতি নাই
নীতি নাই সমতার!

জঙ্গলের
পশুরাও
পশুদের
করে না তো এত ক্ষতি
শ্রেষ্ঠ জীব
মানুষের
হয়েছে যে
এতটাই অবনতি!

বিষদাঁত
বিদ্বেষ ও
লোভে ভরা
মতিহারা মানুষের
নাই কিছু
বাকি আর
সদরের
রঙ ছাড়া ফানুসের!

আঁধারের
কুঠি হতে
বের হতে
প্রাণ করে হাসফাস
বিস্ময়ের
ঘোরে ডুবি
দেখে দেখে
বিবেকের পচা লাশ!
০৮-০৯-২০২০