শঠতার আবরণ
২৫
হতাশার
হিমালয়
বুকে নিয়ে
বেঁচে আছি মরোমরো
কোভিডের
চেয়ে বেশি
মানুষের
ভয়ে থাকি জড়সড়!
মানুষের
হৃদয়ের
অবতলে
জমে আছে অতিলোভ
প্রকাশের
ভাষা নাই
সহাতীত
খাবি খায় জমা ক্ষোভ!
গলাগলি
ভাব দেখি
প্রীতি মেকি
কুক্কুট ও শিয়ালের
খবিশের
হরিহর
দোসরেরা
খায় বন পিয়ালের!
গোধূলির
রোদ্দুরের
রঙ মেখে
সং সাজে চাটুকার
পদলেহী
নিলাজেরা
অপরাধ
করে করে পায় পার!
নীতিহীন
প্রীতি দিয়ে
ভেজে ঘিয়ে
ধরে রাখে ডান বাম
নীতিবান
খায় মার
বার বার
সততার নাই দাম!
মন আর
আকাশের
রঙ দিয়ে
স্বদেশের ছবি আঁকি
শঠতার
আবরণ
খুলে যেন
সকলেই ভালো থাকি।
১২-০৯-২০২০