মজাক্ষরা-৩১
মুহাম্মদ মনিরুজ্জামান

এক হও মজদুর
৩১

কোথা হতে
আচানক
ছুটে আসে
ঘন কুয়াশার রাত
হৃদয়ের
বাগে ঝরে
শিশিরের
বদলে রক্ত প্রপাত!

হতাশার
হিম হ্রদে
কেঁদে কেঁদে
জমে থাকি জলপিপি
বরফের
গায়ে লিখি
খুঁটে খুঁটে
বেদনার শিলালিপি!

অনিয়ম
অপরাধ
দেখে শত
থাকি নত চোখ বুজে
ঝুলে থাকা
বাদুড়ের
মতো চোখ
প্রভাতের আলো খোঁজে!

জানি আজ
সব বাজ
এক হয়ে
খেতে চায় নব ভোর
এক হও
মজদুর
এসকল
বাজেদের রচি গোর।
২২-০৯-২০২০