৭
জানি আমি
ভালো জানি
একদিন
আকাশের তারা হবো
সকলের
অগোচরে
সুদূরের
ঘন নীলে মিশে রবো!
একদিন
সকলেই
যাবে জানে
পৃথিবীর মায়া ছেড়ে
তথাপিও
চতুরেরা
খায় দেখি
অপরের মাল কেড়ে!
দিন যায়
রাত যায়
সময়ের
রেলগাড়ি ছুটে ওই
কবরের
পথে হেঁটে
অকারণ
অন্যায়ের বোঝা বই!
২৭-০৮-২০২০