বৃথা ভয়
.............

কী দিলাম
কী পেলাম
সে তো আজ
হিসাবের কথা নয়
শুধু শুধু
কেন মনে
জেগে ওঠে
হারানোর বৃথা ভয়!

হারানোর
কিছু নেই
ঠিকঠাক
সুস্থতায় দিন যাক
সব ফেলে
হেসেখেলে
চলে যাবো
ওপারের এলে ডাক।

কেউ যদি
ভালোবেসে
রাখে মনে
কবিতার দুটি পদ
এরচেয়ে
হতে পারে
কী এমন
বেশি দামের সম্পদ!
০৫-০৯-২০২০