চন্দ্রডিঙা
.................
চন্দ্রডিঙা
পাহাড়ের
চূড়া যেন
পাথরের ভারী স্তন
ক্ষত বেয়ে
শতধারা
ইতিহাস
ঝরে তার সারক্ষণ!

গিরিখাদে
ঝিরি ঝর্ণা
সপ্তবর্ণা
বেয়ে চলে অবিরল
নিসর্গের
রূপ আর
রূপকথা
মন করে খলবল!

পাহাড়ের
শিলা কেটে
দ্রুত হেঁটে
নামে জল পরিমল
কত লোক
আসে যায়
পা ডুবায়
সারে স্নান পাখিদল!

সুদর্শন
পাহাড়ের
চূড়া হতে
দেখা যায় দুই দেশ
ভারতের
মেঘালয়
ওপারেতে,
এপারেতে বাংলাদেশ!

বেহুলা ও
লখিন্দর
কাহিনীর
সদাগর নাম চাঁদ
মনসার
সাথে যার
ঘটে যায়
পূজ্য-পূজকী বিবাদ।

কামরূপ
বণিকের
যাতায়াত
নাকি ছিলো এই পথে
জানা যায়
বহু যুগ
লোকমুখে
প্রচারিত কথা হতে।

ভ্রমণের
শখ যার
হৃদয়ের
কুঠুরিতে আছে বান্ধা
দেখে যাও
গিরি-নদী
হাওরের
বেষ্টনি কলমাকান্দা।
২৭-০৯-২০২০