নিগুঢ় ঘাতক
................
এ ধরায়
কোথা হতে
এলো জড়
অতিমারি অন্ধকার
মানুষের
কাজ নেই
অন্ন নেই
ভীতি নিয়ে বন্ধ দ্বার!
অনাহারী
শিশুদের
গোঙানির
শব্দে সমীরণ ভারী
সারি সারি
লাশ আর
স্বজনের
বুক ফাটা আহাজারি!
এরি মাঝে
সমাজের
বুকে দেখি
অতিকায় নষ্ট ক্ষত
কোভিডের
চেয়ে বেশি
লালসার
সংক্রমণ অসংযত!
মানুষের
ভিতরের
ঘর শূন্য
মনুষ্যত্ব পলাতক
মানুষই
হয়ে ওঠে
মানুষের
শত্রু নিগুঢ় ঘাতক!
২৯-০৮-২০ ২০