ভুলচুক
.................................
আকাশের
ঘন নীলে
চোখ রেখে
দেখি তার নীল চোখ
প্রজাপতি
ডানা মেলে
কাছে এলে
মিটে যায় ভুলচুক!
নীপবনে
সঙ্গোপনে
দুজনার
প্রেমময় অভিসার
স্মৃতিদের
পায়েলের
সুর ওঠে
পলিমাটি পায়ে তার!
রিমঝিম
শ্রাবণের
কেকা নাচ
আবেগের মধু ঢেউ
আমি দুলি
সেও দুলে
তার স্বাদ
বোঝে না তো আর কেউ!
২৮-০৮-২০২০