চেতনার বাতিঘর
.........................
চেয়েছিলো
যাকে মেরে
দেশ বেচে
খাবে ওই হায়েনারা
বিধাতার
এ কী খেলা
অতিপাপে
নিজেরাই গেলো মারা!

চেতনার
বাতিঘর
বঙ্গবন্ধু
যায় না যে তাকে মারা
মুজিবুর
দেশ এক
নন তিনি
বিটপির কচি চারা!

এদেশের
বুকজুড়ে
শোণিতের
স্রোতধারা বহমান
হৃদয়ের
করিডোরে
লিখা নাম
মুজিবুর রহমান।
২৭-০৮-২০২০