তোমায় নিয়ে গান কবিতা তোমায় নিয়ে ছড়া
যতই লিখি হয় না তো শেষ তোমার শরীর পড়া!
চোখের ভেতর এক সরোবর প্রীতম পদ্ম যার
পাই না খুঁজে শব্দে দেবো কী তার অলংকার!
কপোলে যার রক্তকাঞ্চন হাসি দিলেই ফোটে
উপমাতে ওষ্ঠ দুটি পলাশ হয়ে ওঠে!
শস্যে ভরা বুকের বাগান সুখের ছোটো গল্প
ভ্রমর কাজল চুলগুলোও মেঘের চিত্রকল্প।
উরুর ভাঁজে উৎপ্রেক্ষাদের মোহন রূপের সাজ
নাভির নিকট সমাসোক্তির নিপুণ কারুকাজ!
বক্রোক্তি আর যমক ভরা চিকন কটিদেশ
পাই না খুঁজে কোথায় দেবো একটুখানি শ্লেষ!
বুকের ভাঁজে খাঁজে খাঁজে অনুপ্রাসে গড়া
মহাকাব্যের শেষ পৃষ্ঠাটা হয়নি আজও পড়া!
২২-১১-২০২১