মেঘলা দিনে একলা দূরে থাকা
যাত্রীবিহীন বাসের মতো এই
মনবাড়িটা ভীষণরকম ফাঁকা।

মনের মাঝে ভাবনা নিরন্তর
দূরত্বের সাপ গুরুত্ব খায় গিলে
কখন যে সে বানিয়ে দেয় পর।

চোখের কোণায় তরল আবেগকণা
মনে মনে তবুও আঁকি রোজ
কপোল জুড়ে চুমুর আল্পনা।

দীর্ঘদিনের অদেখা এক মুখ
বুকের প্রস্থে সংক্রমিত করে
তরতাজা সব অচেনা অসুখ।
২২-০৬-২০২৩