কবেকার কোন ভাদ্রের এমন রৌদ্রদহন দীঘল দিনে
সুখের বদলে কিনেছিলাম বকের মতো সাদা সাদা মেঘ
উড়ন্ত মেঘের ডানায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম
অন্তরের অসীম আবেগ।
আবেগগুলো আকাশময় ঘুরে ঘুরে ওড়ে
প্রগাঢ় নীলের প্রস্থে লীন হয়, দিন হয়, রাত্রি হয়
রাত্রির রূপালী বুকে জোছনার কোমল কাঁচুলি হয়
কখনো কখনো বৃষ্টির নূপুর হয়। ছন্দে ও আনন্দে -
পাহাড়ের চূড়া ছোঁয়, পুষ্পের - বৃক্ষের প্রজাপতি বুক ছোঁয়
তারপর খুঁজে পায় মাটির বুকের শীতল আশ্রয়
কেন জানি আজো পারেনি তোমাকে ছুঁতে অনিন্দিতা।
তুমি কোথায় লুকিয়ে আছো অনিন্দিতা?
চুকিয়ে দাও ভাদ্রের দিনে পোয়াতি ভদ্রার জলস্পর্শে
করতলে চিরকাল মিশে থাকবার অলিখিত অঙ্গীকার
চোখের জলের প্রসাদে উদযাপিত হোক মেঘমুক্তির উৎসব
শরতের সুনন্দিত আকাশের বুক জুড়ে ওড়োক আবেগ।
০২-০৯-২০২২