ট্রায়োলেট
..................

আকাশের মেঘগুলো জলভারানত
মেঘের আড়ালে সূর্য নাই তার হাসি
ঝিম ধরে বাসে আছে পোয়াতির মতো
আকাশের মেঘগুলো জলভারানত
গুমরে গুমরে কাঁদে আলোক পিয়াসী
লাউফুল ঢাকে তার কীটে কাটা ক্ষত
আকাশের মেঘগুলো জলভারানত
মেঘের আড়ালে সূর্য নাই তার হাসি।
০৭-১২-২০২১