আয়রে খোকা আয়
ডাকছে তোদের মায়
মায়ের হাতের কাঁকন জোড়া
দস্যু নিয়ে যায়। (আস্থায়ী)

ঘুমাস যদি তোরা
সুযোগ নিবে ওরা
মায়ের আঁচল খাবলে ধরে
শকুন বর্ণচোরা।
চাইবে তারা শিকল দিতে
আমার হাতে পায়। (অন্তরা)

আয়রে খোকা আয়
ডাকছে তোদের মায়
মায়ের হাতের কাঁকন জোড়া
দস্যু নিয়ে যায়। (আস্থায়ী)

আমি অভাগিনী
বায়ান্ন আর একাত্তরের
পোড়া হেমাঙ্গিনী (সঞ্চারী)

জাগরে তোরা জাগ
দাগরে কামান দাগ
থাকলে মায়ের ভালোবাসা
এবং অনুরাগ।
আমাকে আজ আগলে রাখার
নেই কি তোদের দায়? (আভোগ)

আয়রে খোকা আয়
ডাকছে তোদের মায়
মায়ের হাতের কাঁকন জোড়া
দস্যু নিয়ে যায়।
২৬-০২-২০২১